নওগাঁ: অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে নওগাঁর মহাদেবপুরে খাবারের দুই হোটেল মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওহাটা মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
সহকারী পরিচালক মো. শামীম হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও আয়োডিনহীন লবণ ব্যবহার করার দায়ে নওহাটা মোড়ের সিফাত হাদীস মামা-ভাগ্নে হোটেলকে তিন হাজার ও হোটেল সালাদিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসআরএস