ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডেস্ক চালুর তিন দিনের মাথায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ডেস্ক চালুর তিন দিনের মাথায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 

বরিশাল: ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেস্কের কার্যক্রম চালু হওয়ার তিন দিনের মাথায় সেবা সম্পন্ন করা হয়েছে ৩৩ জন আবেদনকারীর।

আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) তিন আবেদনকারীর হাতে ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলে দেন।

 

দ্রুত এবং কোনো হয়রানি ছাড়া এভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে সন্তুষ্ট আবেদনকারীরা। আবেদনকারী সালমা বেগম বলেন, আগে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত কয়েক হাজার টাকা খরচ হতো। কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার
কার্যালয়ে সদ্য চালু হওয়া ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেস্কের মাধ্যমে আমরা সহজেই এবং অল্প সময়ে এটা পেলাম।

সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) বলেন, গেল তিন দিনে প্রায় ৪০টির মতো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন পড়েছে। যার মধ্যে আজ ৩৩টি পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীদের হাতে
তুলে দেওয়া হবে। এত অল্প সময়ে এই সেবাটি দিতে পেরে ভালো লাগছে। আমি চাই সেবা পেতে আমাদের কাছে নয়, আমরা মানুষের কাছে যাব।  

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরের আমতলা মোড় রোডস্থ বিএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয়ে ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের উদ্ধোধন করেন পুলিশ কমিশনার।

ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে প্রথমে প্রার্থীকে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, বরিশালের কোড নং ১৭৩০১০০০১২৬৮১ তে ৫০০- টাকার ব্যাংক ট্রেজারি চালান সংগ্রহ করতে হবে। পরে ৫০০- টাকার ব্যাংক ট্রেজারি চালান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কার্যালয়ের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেস্কে উপস্থিত হলে নির্দিষ্ট অফিসার কাগজপত্র স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবেদন দ্রুত সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির নির্দিষ্ট তারিখ আবেদনকারীকে জানিয়ে দেবেন। উক্ত নির্ধারিত তারিখেই
প্রার্থীকে তা প্রদান করা হবে।  

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিতরণ কালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ( সিএসবি) রুনা লায়লা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএস/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।