ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
কেরানীগঞ্জে দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। তার নাম সোনিয়া আক্তার (২৪)।

এ নিয়ে পাঁচ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা ডা. পার্থ শংকর পাল।

সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় মৃত্যু হয় তার।

ডা. পার্থ শংকর জানান, ওই নারীর শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। একই ঘটনায় ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে শুধু তিনিই বেঁচে আছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৫টার দিকে জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। দগ্ধরা দুইতলা বাসার নিচতলায় থাকতেন। ভোরে আগুন আগুন চিৎকার শুনে ওই বাসায় ছুটে যায় স্থানীয়রা। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।