ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

৮ বছরে হাসিনা-মোদির সাক্ষাৎ ১২ বার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
৮ বছরে হাসিনা-মোদির সাক্ষাৎ ১২ বার

ঢাকা: গত ৮ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়েছে ১২ বার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের বিষয়ে অরিন্দম বাগচী জানান, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের অংশীদারিত্ব পর্যালোচনা আরও জোরদার করার জন্য আলোচনা করেছেন।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত দুই শীর্ষ নেতার নিয়মিত ব্যস্ততার মধ্যেও ১২ বার দেখা হওয়া বাংলাদেশ ও ভারতের বন্ধনে উল্লেখযোগ্য অগ্রগতি যোগ করে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
টিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।