ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে ডাকাতদলের ছোড়া গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
পটুয়াখালীতে ডাকাতদলের ছোড়া গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতদের ছোড়া ছররা গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে মোটরসাইকেলের এক আরোহী গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পড়ে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।