ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবার বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা, ডুবল বাল্কহেড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
আবার বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা, ডুবল বাল্কহেড 

সিরাজগঞ্জ: দু’দিনের ব্যবধানে বঙ্গবন্ধু সেতুর নয় নম্বর পিলারে ধাক্কা খেয়ে আরও একটি বাল্কহেড যমুনা নদীতে ডুবে গেছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বালু বোঝাই বাল্কহেডটি সেতুর নয় নম্বর পিলারে ধাক্কা খেয়ে ধীরে ধীরে তলিয়ে যায়।

তবে এতে কেউ হতাহত হয়নি। বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে উঠেছেন।  

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে একই পিলারে অপর একটি বাল্কহেড ধাক্কা খায়। এতে তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও একজন এখনো নিখোঁজ।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান জানান, দুপুরে সিরাজগঞ্জ থেকে আসা একটি বাল্কহেড যমুনার প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নয় নম্বর পিলারে ধাক্কা খায়। বেশ কিছুক্ষণ পিলারের সঙ্গে বাল্কহেডটি আটকে থাকার পর ধীরে ধীরে তলিয়ে যায়।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।