শেরপুর: শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকায় শাপলা চত্বরে বাসের চাপায় মজনু মিয়া (৫৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মজনু সকালে অটোরিকশা চালিয়ে শাপলা চত্বর দিয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বাস সামনে থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় আহত হন অটোরিকশায় থাকা জবেদা বেগম। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, দুর্ঘটনা পরই বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআই