ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জনি মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সৌদি আরবের জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় দেড় বছর আগে সৌদি আরবে যান জনি মিয়া। তিনি জিজান শহরের একটি কোম্পানিতে কাজ করতেন। বুধবার সকালে নিজের রুম থেকে বের হয়ে নাস্তা আনার জন্য জনি বাইসাইকেলে করে হোটেলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। পরে বিষয়টি তার এক সহকর্মী দেশের বাড়িতে জানান।  

এদিকে জনি মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।  

ছেলের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত জনির বাবা বিল্লাল মিয়া।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।