ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নামোশংকরবাটি বড়িপাড়ায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে আরিফ (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আরিফ ওই পাড়ার শরিফুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, আরিফ বিকেল ৪টার দিকে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।