ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে প্রার্থী হচ্ছেন না বর্তমান প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
রাজশাহীতে প্রার্থী হচ্ছেন না বর্তমান প্রশাসক

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

মোহাম্মদ আলী সরকার ২০১৭ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। তবে এবার তিনি দলের প্রার্থীর বিরোধিতায় মাঠে থাকবেন না। দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ের পর এর ওপর আপিল ও নিষ্পত্তির সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর।

প্রতীক বরাদ্দ করা হবে ২৬ সেপ্টেম্বর। ১৭ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।