ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে র‌্যাবের জালে ২ নারীসহ ৩ মাদক কারবারি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
কেরানীগঞ্জে র‌্যাবের জালে ২ নারীসহ ৩ মাদক কারবারি

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তিন হাজার ৪৫৩  পিস ইয়াবাসহ বদল আহম্মদ (৫৭), ছমেরা আক্তার (২৬) ও রশিদা আক্তার (২৮) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

 ১৪ সেপ্টেম্বর (বুধবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উপজেলার হাসনাবাদ এলাকায়  অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করতেন।

র‌্যাব জানিয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।