কুমিল্লা: কুমিল্লার লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- জেলার লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের জহরলাল সিংহের ছেলে শাওন সিংহ (২৫) ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে আরোহী চয়ন সিংহ (২৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে লাকসাম জংশন থেকে পাশের লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের বাড়ি ফিরছিলেন শাওন ও চয়ন। পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এসআরএস