ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

সীমান্তে ট্রাকের সিটের নিচে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
সীমান্তে ট্রাকের সিটের নিচে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় একটি ট্রাক থেকে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়ন। এসময় রেন্টু শেখ (৪০) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।

আটক রেন্টু ভারতের পশ্চিম বাংলার মালদহ জেলার ইংরেজ বাজার থানার মহদিপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালায়। এসময় বালিয়াদিঘী জিরো পয়েন্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে স্বর্ণ জব্দসহ ভারতীয় নাগরিক রেন্টুকে আটক করা হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮-এস থেকে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী জিরো পয়েন্ট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনকভাবে আনলোড একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৩ কেজি ৪৭৬.২৪৫২ গ্রাম (২৯৮.০৩ ভরি) ওজনের স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক ২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।