ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ৩ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
মাদারীপুরে ৩ দোকানিকে জরিমানা

মাদারীপুর: ভেজাল শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে মাদারীপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটি থেকে ভেজাল পণ্যগুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।  

জান্নাতুল ফেরদৌস জানান, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য হরলিক্স, ভেজাল তালমিশ্রি, চিপস, চানাচুর, ঝাঁলমুড়ি ও নকল বিড়ি বিক্রির অপরাধে জেলা শহরের পুরান বাজার এলাকার মেসার্স মনির স্টোরকে ২০ হাজার, বিসমিল্লাহ স্টোর ৮ হাজার ও আলামিন-আলম স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের দোকানে থাকা ভেজাল সব পণ্যগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।