ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মাঠে পড়েছিল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
কুষ্টিয়ায় মাঠে পড়েছিল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ  প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ার গজনবীপুর গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস এবং হাত-পা বাঁধা অবস্থায় মফিজ মিয়া (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।


নিহত মফিজ ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গজনবীপুর গ্রামের মাঠের জমিতে কৃষককরা কাজ করতে গিয়ে মফিজের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া দাঁতে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে এখনও যানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই আজিজ মণ্ডলকে থানায় থানা আনা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad