ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩৩ গ্রেফতার ৩৩ জন

ঝিনাইদহ: আধিপত্য বিস্তরাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারদের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ ও পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় ৩৩ জনকে। পরে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে ওই মামলায় শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।