ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
বুড়িগঙ্গায়  ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৩) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে নিহত কিশোরের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিহত কিশোর ফতুল্লা মডেল থানার পঞ্চবটি গুলশান রোডের শাহিন মিয়ার পুত্র। সে ধর্মগঞ্জ তাহফিজুর হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করতো বলে জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নিহত কিশোর আবু বক্কর সিদ্দিক তার সহপাঠীদের সঙ্গে মেঘনা ডিপোর ঘাট সংলগ্ন নদীতে গোসল করতে নামে। নিহতের সঙ্গে থাকা সবাই গোসল শেষ করে নদীর তীরে উঠতে সক্ষম হলেও স্রোতে পানির নিচে তলিয়ে যায় নিহত কিশোর। সংবাদ পেয়ে বাদী ঘটনাস্থলে এসে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদের বিষয়টি জানালে তারা উদ্ধার অভিযানে নামে। ডুবে যাওয়ার পরদিন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নিহত কিশোরের মরদেহ ঘটনাস্থলের পাশেই ভেসে ওঠে।  

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, নিহত কিশোরের বাবা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।  নৌপুলিশ বিষয়টি তদন্ত করবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।