ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে গ্রাম থিয়েটারের নাট্যোৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বরিশালে গ্রাম থিয়েটারের নাট্যোৎসব শুরু

বরিশাল: ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’— স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় নাট্যোৎসব শুরু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিন দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না।

বাংলাদেশ গ্রাম থিয়েটার, বরিশাল বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট মুনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগের উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক শুভংকর চক্রবর্তী।

উদ্বোধনী দিনে পটুয়াখালীর দখিণা নাট্যমঞ্চের পরিবেশনায় ‘দখল’ নাটক পরিবেশন করা হয়। শনিবার বরিশাল থিয়েটারের পরিবেশনায় ‘সং’ এবং উৎসবের শেষ দিনে ২৬ সেপ্টেম্বর ভোলা থিয়েটারের পরিবেশনায় ‘পেজগী’ পরিবেশন করা হবে।

নাটক শুরুর পূর্বে প্রতিদিন আলোচনা সভার আয়োজন রয়েছে। এ আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।