ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন তাজমুল হোসেন (৩২) নামে ভারতীয় এক নাগরিক।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আগরতলা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

এসময় তার ভাই নামজুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।  

তাজমুল ত্রিপুরা রাজ্যের দক্ষিণ উনকোটি জেলার ইরানি থানার মাগুরআলী গ্রামের মো. আফরোজ আলীর ছেলে।  

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে ভারতীয় নাগরিক তাজমুল হোসেন বাংলাদেশে স্বজনদের দেখার জন্য মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক হন। পরে তাকে পুলিশে দিলে পুলিশ মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর ছয় মাস পর আদালত তাকে তিনদিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। দুই দেশের সরকারি পর্যায়ের বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে ফেরত নেওয়ার ব্যাপারে ১৬ সেপ্টেম্বর বিএসএফের সম্মতি পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে তাকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়।  

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল হোসাইন, বিজিবি আখাউড়া আইসিপির কোম্পানি কমান্ডার সুবেদার সাদিকুর রহমান, নায়েক মো. মোস্তাফিজুর রহমান, আগরতলার বটতলা থানার এসআই অভিজিত, আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি বড়ুয়াসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।