ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গলায় কলসি বেঁধে গড়াই নদীতে গৃহবধূর ঝাঁপ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
গলায় কলসি বেঁধে গড়াই নদীতে গৃহবধূর ঝাঁপ!

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় বালু ভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ।  

মনোয়ারা বেগম বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী।

তাকে উদ্ধারে বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মোকারম হোসেন মোল্লা বলেন, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হয়ে যান। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালু ভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। দূর থেকে এক পথচারী ওই নারীকে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন।  
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হলে তারা নৌকায় করে বিকেল সাড়ে ৩টা থেকে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেন।  

উদ্ধার কাজে নিয়োজিত বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব জানান, নদীতে ঝাঁপ দেওয়া মনোয়ারা বেগমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গড়াই নদীতে তল্লাশি অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।