ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় বিএনপি মহাসচিবের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় বিএনপি মহাসচিবের শোক

ঢাকা: পঞ্চগড়ের করতোয়া নদীতে রোববার (২৫ সেপ্টেম্বর) নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু ও অনেক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৪ জন সনাতন ধর্মাবলম্বী মানুষের মৃত্যু ও অনেক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

আমি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।