ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়া শিকারির কবল থেকে প্রায় ৩০০ বক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
উখিয়া শিকারির কবল থেকে প্রায় ৩০০ বক উদ্ধার উদ্ধার হওয়া সাদা বক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রাজাপালংয়ের মাসকারিয়া এলাকার শিকারির কবল থেকে উদ্ধার করেছে অন্তত ৩০০ সাদা বক।

রোববার (২৫ সেপ্টেম্বর) বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়।

এ সময় বক শিকারে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে বিট কর্মকর্তা বজলুর রশিদ, বন কর্মী ও সিপিসি সদস্যরা উপস্থিত ছিলেন।  

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু পাখি শিকারি মাছকারিয়ায় জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে   এসব বক বাজারে বিক্রি করে আসছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখিগুলো যেহেতু সংবেদনশীল প্রাণী সেহেতু অফিসের পাশে সবার উপস্থিতিতে এগুলো অবমুক্ত করা হবে।

এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।