ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পটিয়া বোয়ালখালি সড়কের নাম হলো ‘প্রীতিলতা সড়ক’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
পটিয়া বোয়ালখালি সড়কের নাম হলো ‘প্রীতিলতা সড়ক’

ঢাকা: চট্টগ্রামের পটিয়া থেকে বোয়ালখালী পর্যন্ত ১২ কিলোমিটার জেলা মহাসড়কের নাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী প্রীতিলতার নামে নামকরণ করেছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নামকরণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগাধীন পটিয়া বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ (চেইনেজ ০০+০০ থেকে ১২+০০০ মিটার পর্যন্ত) জেলা মহাসড়কের (জেড-১০৫৯) নাম ‘প্রীতিলতা সড়ক’ নামে সরকার নামকরণ করা হলো।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।