ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
সুবর্ণচরে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস উপজেলার চরবাটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু নিয়ে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গরুটিসহ তার মৃত্যু হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।