ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার, ৬ রোহিঙ্গাসহ আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার, ৬ রোহিঙ্গাসহ আটক ১৫

বাগেরহাট: বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় নয়জন বাংলাদেশি জেলে ও ছয় রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা থেকে তাদের আটক করা হয়।

পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- নুর আলম (৪০, উখিয়া), আলী জোহার (২৮, উখিয়া), জাহিদ আলম (৩৫, টেকনাফ), মো. জুবায়ের (৩০, টেকনাফ), মো. কামরুল হোসেন (২৩, টেকনাফ) ও মো. ইয়াছির (২৫, টেকনাফ)।

বাংলাদেশি জেলেরা হলেন- নোয়াখালী জেলার শাহ আলম মিস্ত্রি (৫০), মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), ভোলা জেলার মো. নুর হোসেন (৩৭), মো. জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) এবং লক্ষীপুর জেলার মনির হোসেন (৪৭)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকের পর নয়জন বাংলাদেশি জেলে ও ছয় রোহিঙ্গাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আটক রোহিঙ্গাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। জেলেদের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।