ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধার ঘোষণা রাসিকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধার ঘোষণা রাসিকের

রাজশাহী: মহানগরবাসীর জন্য হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটোরিকশা ও চার্জার রিকশার লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধা ঘোষণা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসিকের হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ রিবেট সুবিধা, হাল ট্রেড লাইসেন্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ বিহীন নবায়ন সুবিধা এবং অটোরিকশা ও চার্জার রিকশার ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থ বছরের লাইসেন্স যারা নবায়ন করেননি তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়াসহ হাল পরিশোধ করে এই সুযোগ নিতে পারবেন।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে চার্জার রিকশা ও অটোরিকশার চালকদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।