ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রহনপুরে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনায় অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
রহনপুরে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনায় অভিযান

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা সাত ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর রেলস্টেশন ও কলেজ মোড় এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার দায়িত্বে থাকা রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান বাংলানিউজকে জানান, রহনপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে রহনপুর রেলস্টেশন বাজারের মেসার্স আশরাফ অ্যান্ড সন্স, সেলিম ইলেকট্রনিক্সসহ চারটি ব্যাবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্থানীয় বিদ্যুৎ বিভাগের সহায়তায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।