ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুল শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুল শিক্ষিকা নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোছা. রওশন আরা বেগম (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার লক্ষ্মিকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশন আরা উপজেলার আটাইল গ্রামের মো. ফিরোজ হোসেনের স্ত্রী। তিনি ছাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে স্কুল শিক্ষিকা রওশন আরা বেগম স্বামীর মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে লক্ষ্মিকোল-কয়েনবাজার সড়কের জালোরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অসা একটি ট্রাক তাদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয় এবং স্বামী ফিরোজ হোসেন আহত হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।