ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কাউছার আলম তুহিন নামে এক ব্যক্তি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমা আক্তার(৪০)। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ছেলে নাজমুল জানান, পারিবারিক কলহের জের ধরে মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই আর বাবা-মাকে নিয়ে তাদের পরিবার।

ফতু্ল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউছার আলম তুহিন তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। তার ধারণা নাজমা আক্তার অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়া করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।