ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউএনওকে পার্বত্য জেলায় বদলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউএনওকে পার্বত্য জেলায় বদলি 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার দুই নির্বাহী কর্মকর্তাকে পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।

এর মধ্যে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাসকে পার্বত্য জেলা আলীকদমে ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিককে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তাদের বদলি করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে দুজন ইউএনওকে।

অপর দুটি প্রজ্ঞাপনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সাহিদা আক্তারকে এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে।  

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।