ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রাইভেটকারে মিললো ১০৩ কেজি গাঁজা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
প্রাইভেটকারে মিললো ১০৩ কেজি গাঁজা, আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ মোশারফ হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের থানা চারমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক মোশারফ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতারী গ্রামের শওকত আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপূর্ব কুমার মোহন্ত বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুর ১টার দিকে পৌর শহরের চারমাথা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। অবস্থা বেগতিক দেখে প্রাইভেটকারের চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে গাড়ীটি তল্লাশি করে ১০৩ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা মোশারফ নামে এক মাদক কিক্রেতাকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।