ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুঁটকি মাছের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
শুঁটকি মাছের আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।  

রোববার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. তোফায়েল, মোশারফ হোসেন ও মো. সুজন।

গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, শনিবার (১ অক্টোবর) সংবাদ পাওয়া যায় কতিপয় ব্যক্তিরা কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় সরবরাহ করার জন্য গোলাপবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি শুঁটকি মাছ উদ্ধার করা হয়। এ বিপুল পরিমাণ ইয়াবা বহনে তারা এ শুঁটকির আশ্রয়গ্রহণ করেছিল। যাত্রাবাড়ী থানায় তাদের নামে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।