ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-কাজিপুর সড়কের হাড়াভাঙ্গা নামক স্থানে দ্রুতগতিতে স্পিড বেকার পার হওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা অপরজন আহত হয়েছেন।

সোমবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাড়াভাঙ্গা মাদরাসার সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত নয়ন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইমাদুল ইসলামের ছেলে। সে খলিশাকুণ্ডি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এছাড়া ঘটনায় আাহত হন তার মামাতো ভাই পারভেজ হোসেন (১৮)। তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত নয়ন ও পারভেজ তাদের নানার বাড়ি হাড়াভাঙ্গা থেকে মহাম্মদপুর গ্রামে ফিরছিলেন। দ্রুত গতিতে চালাতে গিয়ে হাড়াভাঙ্গা মাদরাসার কাছের স্পিড বেকারে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।