ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
গাজীপুরে ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে নিজের নির্মানাধীন ৬তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আফতাব উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ অক্টোবর) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা এলাকায় এঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় হার্ডওয়ার ব্যবসায়ী আফতাব উদ্দিনের ৬তলা বাড়ির ৫ম ও ছয়তলায় নির্মাণ কাজ চলছিল। তিনি নির্মাণ কাজের তদারকি করতে ছাদে যায়। এ সময় তিনি ছাদের একপাশে থাকা পানির ট্যাপ বন্ধ করতে গিয়ে পা পিছলে সেখান থেকে নিচে একটি টিনশেড ঘরের ওপরে পড়ে যান। তখন শব্দ পেয়ে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার পাল জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা অক্টোবর ১২, ২০২২
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।