ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছাড়া পেল জামায়াতের সেই ৬ নারী কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
ছাড়া পেল জামায়াতের সেই ৬ নারী কর্মী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর এলাকা থেকে আটক হওয়া জামায়াতের সেই ছয় নারী কর্মীর মুক্তি মিলেছে। মুচলেকা নিয়ে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে আটক হয় তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাসা থেকে আটক করা হয় ওই ছয় জনকে। সেখানে গোপনে বৈঠক করছিল তারা। এরা জামায়াত ইসলামের ছাত্রী সংস্থার নেত্রী। তবে পুলিশ কারও নাম-ঠিকানা প্রকাশ করেনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, আটক ছয় নারীর বয়স ১৫ থেকে ১৭ হবে। তাই বিশেষ বিবেচনা ও পরিবারের উপস্থিতিতে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কঠোর সর্তক বার্তা দিয়ে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে আর ভুল পথে যাবে না এবং এভাবে কোনো গোপন বৈঠকে অংশগ্রহণ করবে না মর্মে মুচলেকা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
জেডএ

**লক্ষ্মীপুরে জামায়াতের ৬ নারী কর্মী আটক!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।