ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য-ইইউ’র বাণিজ্য গ্রহণযোগ্য নয়: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য-ইইউ’র বাণিজ্য গ্রহণযোগ্য নয়: মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন | ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্য মিয়ানমার ইস্যুতে অত্যন্ত সজাগ। তারা মানবতার পক্ষে সব সময় থাকে। তবে তারা মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে। তাদের ব্যবসা-বাণিজ্য মিয়ানমারের সঙ্গে অনেক বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মিয়ানমারের বাণিজ্য বেড়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। তবে কুয়েতের জেলে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিষয়ে কোনো আলাপ হয়নি।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ড. মোমেন জানান, ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, সম্প্রতি ইরানের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।