ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২

ময়মনসিংহ: জমি বিরোধে ময়মনসিংহে নগরীতে হাজী আব্দুল বারেক (৬২) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে চরকালীবাড়ী ময়লাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ী এলাকার বাসিন্দা মরহুম হাসেন আলীর ছেলে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, জমির মালিকানা দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ ওই জমিতে হালচাল করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় হাজী আব্দুল বারেককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ