ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ডা. জাহাঙ্গীর কবির। ফাইল ছবি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া চিকিৎসক জাহাঙ্গীর কবিরের অর্গানিক খাদ্যের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অনুমোদনহীন ঘি বিক্রির দায়ে ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (২৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।  

জানা গেছে, অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল।  

তিনি বাংলানিউজকে বলেন, ‘আলটিমেট অর্গানিক লাইফকে’ সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার আরিফুল অপরাধ স্বীকার করেছেন এবং জরিমানার সাড়ে ৩ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ইনমোশন ট্রেড সেন্টারকে ১ লাখ টাকা এবং ডেইলি শপিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।