বরগুনা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় ১ হাজার ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তারমধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭২টি।
বুধবার (২৬ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসনের আনুমানিক ক্ষয়ক্ষতির তালিকায় দেখা গেছে, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জেলার দুর্যোগ কবলিত ইউনিয়নের সংখ্যা ৪২টি ও পৌরসভা ৪টি। এসব ইউনিয়ন ও পৌরসভায় ১ লাখ ২৩ হাজার ৭২৫ জন মানুষকে দুর্গত বলে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বরগুনা সদর উপজেলায় গাছে চাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জেলার দুর্গত ও ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এফআর