ঢাকা: বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হেমায়েতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ও পার্শ্ববর্তী দেশে কবিরাজের ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
বুধবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, ২০০৫ সালে বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হেমায়েতকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে। হেমায়েত ১৭ বছর ধরে কবিরাজের ছদ্মবেশে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
পিএম/আরএ