ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে জান্নাত (১৭) নামে এক কলেজছাত্রীর গাল কেটে দিয়েছে বখাটে।
এ ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই কলেজছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বখাটে জাহিদ হোসেন (১৮) পলাতক রয়েছেন। তিনি গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।
কলেজছাত্রীর বাবা মো. রোকন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্দীঘদিন ধরে কলেজছাত্রী জান্নাতকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বখাটে জাহিদ। এতে রাজী না হওয়ায় শনিবার সকালে কলেজ গেটে অবস্থান নেয় বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব।
এ সময় জান্নাত কলেজ গেটে এলে তার পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেন জাহিদ। কিন্তু জান্নাত রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখ ও গালের কয়েকটি স্থান কেটে দেয় ওই বখাটে। এ ঘটনায় হট্টগোল সৃষ্টি হলে পালিয়ে যান বখাটে জাহিদ।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ