ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় গাড়ির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
চান্দিনায় গাড়ির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল। বিস্তারিত জানার চেষ্টা করছি।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।