ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পিএসসির নতুন সদস্য আলী আজম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
পিএসসির নতুন সদস্য আলী আজম

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।  

সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে মঙ্গলবার (১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী ২ নভেম্বর থেকে অবসরে পাঠিয়ে ৩১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।  

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।  

নতুন করে আলী আজমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হবে ১৩ জন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।