ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভন দেখানো ভণ্ড কবিরাজ আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভন দেখানো ভণ্ড কবিরাজ আটক 

ঢাকা: কবিরাজ পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গোপন রোগের চিকিৎসা ও প্রেমিক-প্রেমিকা বশীকরণের প্রলোভন দেখানো এক ভণ্ডকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে এভাবে প্রতারণা করে অর্ধশতাধিক লোকের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

 

মঙ্গলবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, অর্ধশতাধিক লোকের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করার অপরাধে ১ ভণ্ড কবিরাজকে আটক করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।