ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রেললাইনের পাশে মূত্রত্যাগ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
রেললাইনের পাশে মূত্রত্যাগ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ১৩ বছরের এক শিশু মারা গেছে। তাবে তার নাম-ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনার সময় শিশুটি রেললাইনের পাশে বসে প্রস্রাব করছিল।

বুধবার (২ নভেম্বর) বিকেলে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। তার মরদেহ এখনো পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে থেকে জানা গেছে, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে বসে শিশুটি প্রস্রাব করছিল। এমন সময় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা জলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।