ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
আড়াইহাজারে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামের মৃত রেকমত আলী মোল্লার স্ত্রী গোল আক্তার (৭৫) ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ নভেম্বর) খবর পেয়ে থানা পুলিশ ঐ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

 

মৃতের মেয়ে রোকসানা (৪৬) বলেন, আমি ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখি মা আড়ার সঙ্গে ঝুলে আছেন। আমার ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে নিচে নামিয়ে দেখেন তার মৃত্যু হয়েছে। তারপর আড়াইহাজার থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 
আড়াইহাজার থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মৃত গোল আক্তার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ থেকে মনের ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় কয়েকজন স্বাক্ষীর স্বাক্ষর নিয়ে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মৃতের জামাতা একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে জামান মিয়া (৬২) এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।