ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাজা ৫ বছরের, পলাতক ১২ বছর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
সাজা ৫ বছরের, পলাতক ১২ বছর!

কুমিল্লা: সাজা থেকে বাঁচতে ১২ বছর প্রবাসে কাটিয়েছেন দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি, এক যুগ পর প্রবাস থেকে দেশে ফেরার পরই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

 

দেলোয়ার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মান্দারি এলাকার আমীর হোসেনের ছেলে।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধায় দেলোয়ারের বাড়ি ফেরার খবর পেয়ে মান্দারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

বুধবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে ভারতে পালিয়ে যান দেলোয়ার হোসেন। ২০১৪ সালে দুই মামলার রায়ে তাকে তিন বছর ও পাঁচ বছরের সাজা দেন আদালত। এদিকে সাজা এড়াতে ভারতে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করতে শুরু করেন দেলোয়ার। মাঝে মধ্যে বাড়িতে এলেও থাকতেন না।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারের পর দেলোয়ার নিজেকে স্ট্রোকের রোগী দাবি করে অসুস্থতার ভান করেন। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দেখাই। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান। পরে তাকে আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।