ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবি, ৪৫ দিনের মাথায় আরও এক মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবি, ৪৫ দিনের মাথায় আরও এক মরদেহ উদ্ধার

পঞ্চগড়: গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের মৃত্যুর ঘটনার ৪৫ দিনের মাথায় করতোয়া নদী থেকে ভুপেন ওরফে পানিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাড়েয়া বামনহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে পানিয়া।

জানা যায়, দুপুরে আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনাস্থল থেকে পানির নিচ থেকে মরদেহটি ভেসে উঠে। তাৎখনিক আশপাশের লোকেরা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে খরব দেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) বোদা উপজেলায় মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির এ ঘটনাটি ঘটে।

এদিকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও দুইজন। নিখোঁজরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সরেন্দ্রনাথ (৬৫) এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী (৪)।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।