ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বেড়ে ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বেড়ে ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।  

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী নামক স্থানে এই ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন ঘটনস্থালে ও অপর জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহতরা হলেন, উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২) ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজিজুল হক হাওলাদার জানান, একটি লেগুনা প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে দিয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির ওপর পড়ে। একই সময় একটি অটোরিকশার সঙ্গে লেগুনা ও কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সময় লেগুনাচালক লেগুনার ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরদিকে আহত দীন ইসলামকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে রয়েছে। চালক পালিয়ে গেছে।  

ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ২টি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআরপি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।