রাজশাহী: রাজশাহীর কাটাখালির মাহিন্দ্রা এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রাসেল আলী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল ওই এলাকার পশ্চিম কাজিপুর মহল্লার আলমগীর আলীর ছেলে।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কাটাখালি পৌরসভার হরিয়ান-মাহিন্দ্রা বাইপাস মোড়ে মুরগির বিষ্ঠাবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রাসেলের মোটরসাইকেলের। এ সময় রাসেল পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের পরিবার তার মরদেহ নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তারা মরদেহ দিতে চাচ্ছেন না এবং মামলাও করতে চাচ্ছেন না। তাই তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে কিন্তু সেটির চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসএস/জেডএ